নতুন ভোটার হবার পর নির্বাচন কমিশন থেকে NID Card বিতরণের জন্য অপেক্ষায় না থেকে nid card online copy download করে ব্যবহার শুরু করুন। পুরাতন ভোটারগণ nid reissue আবেদন করার মাধ্যমে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবে।
NID Server copy download
NID Service ওয়েবসাইটে ভিজিট করে একাউন্ট রেজিস্টার করার জন্য আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ লিখুন। তারপর ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন শেষে প্রোফাইল থেকে nid card online copy download করুন।
Account Chack
Bangladesh NID Application System এ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ভিজিট করুন। ফর্ম নাম্বার অথবা NID Number এর যে কোনটি এবং জন্ম তারিখ লিখুন। এখন সিকিউরিটি ক্যাপচা পূরণ করে সাবমিট বাটন চাপুন।
Address Chack
আইডি কার্ড আবেদন করার সময় আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যা দেয়া ছিলো তা এখন যথাযথ বাছাই করতে হবে। সাধারণত জন্ম নিবন্ধন সনদে যে ঠিকানা দেয়া থাকে সেটাই আইডি কার্ড থাকে।
জাতীয় পরিচয় পত্র নিবন্ধন বা আবেদন করার সময় কোন ঠিকানা দিয়েছিলেন সেটি ভুলে যান তাহলে আপনার জন্মনিবন্ধনে যে ঠিকানা দেয়া আছে সেটি ব্যবহার করে দেখতে পারেন।
MObail Mubber Chack (OTP)
nid card অনলাইন কপি ডাউনলোড করার আগে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। নতুন ভোটার নিবন্ধন হওয়ার সনয় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটির প্রথম এবং শেষের কিছু সংখ্যা দেখতে পাবেন।
এই নাম্বারটি আপনার কাছে সচল থাকলে মোবাইন নাম্বার যাচাই করার জন্য বার্তা পাঠান বাটনে চাপুন। আর যদি কোন কারণে ফোন নাম্বার হারিয়ে যায় বা বাদ হয়ে যায় তাহলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন।
বার্তা পাঠানে ক্লিক করার পর আপনার ফোনে ৬ সংখ্যার OTP কোড পাঠানো হবে। এখন যাচাই করার জন্য সেই কোড বসিয়ে সাবমিট করুন বাটন চাপুন।
Face Varifacation (NID Wallet)
Face verification করার জন্য প্লেস্টোর থেকে NID Wallet অ্যাপ ডাউনলোড করুন। ওয়েবসাইটে দেখানে QR code এনআইডি ওয়ালেট দিয়ে স্ক্যান করুন।
QR code স্ক্যান করা হয়ে গেলে ব্যক্তির ফেস রিকগনাইজেশন করার জন্য ক্যামেরা চালু হবে। এবার আইডি কার্ডের ব্যক্তিকে ক্যামেরার সামনে রেখে ডানে-বামে ঘুড়লেই ফেস ভেরিফিকেশন হয়ে যাবে।
এনআইডি ওয়ালেট এবং ফেস স্ক্যান সম্পর্কে বিস্তারিত জানার জন্য NID Wallet কি এবং এটি ব্যবহার করার নিয়ম জানতে পারেন।
NID Profile
Nid Face verification করার পর আপনি আপনার Profile গিয়ে দেখবেন Profile , নাম ও ঠিকানা , অন্যান্য এই 3 টি পেজ প্রিন্ট দিবেন ।আপনি এই 3 টি পেজ Server copy হিসেবে ব্যবহার করতে পারবেন।
NID Server copy download
Profile গিয়ে দেখবেন Profile , নাম ও ঠিকানা , অন্যান্য এই 3 টি পেজ প্রিন্ট দিবেন ।আপনি এই 3 টি পেজ Server copy হিসেবে ব্যবহার করতে পারবেন।NId Server copy Download.